স্বীকৃতিই তাদের শেষ ইচ্ছা’

শেয়ার করুন         প্রকৃতির মানসকন্যা মৌলভীবাজার জেলার সবুজ স্নিগ্ধ পাহাড়-বেষ্টিত একটি উপজেলা রাজনগর। এই উপজেলার বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি গ্রাম পাঁচগাঁও। এই গ্রামের নামেই ইউনিয়ন পরিষদ। ন্যায্য দাবি দাওয়া এবং জাতীয়তাবাদী মুক্তির আন্দোলনে ব্রিটিশ আমল থেকেই এই গ্রামের মানুষের রয়েছে গৌরবজনক ইতিহাস।     ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও বাংলার অনগ্রসর, অন্ধকারে নিমজ্জিত নারী সমাজের অগ্রদূত হিসেবে পরিচিত বিপ্লবী অগ্নিকন্যা লীলা নাগ এর জন্ম এ গ্রামেই। তার পিতা গিরিশ চন্দ্র নাগ ছিলেন একজন স্বনামধন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট।ব্রিটিশ ভারতের দেশ প্রেমিক বিপ্লবীরা যে অস্ত্র দিয়ে অত্যাচারী ইংরেজদের প্রতিহত করেছিলেন তার একটি উল্লেখযোগ্য অংশ এই … Continue reading স্বীকৃতিই তাদের শেষ ইচ্ছা’